DDM Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2021| DDM Written Exam Solution 2021
DDM Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2021
Total Vacancy: 140
Exam Date: 17 September 2021
Exam Time: 10.00 AM to 11.30 AM
বাংলা অংশ সমাধানঃ
১. এক কথায় প্রকাশ করুন।
ক. বাঘের চামড়া = কৃত্তি
খ. যার অন্য উপায় নেই = অনন্যোপায়
গ. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না = ক্ষণপ্রভা
ঘ. যে অনবরত রোদন করছে = রোরুদ্যমান
ঙ. যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
২। সন্ধি বিচ্ছেদ করুন।
ক. সার্বভৌম = সর্বভূমি + ষ্ণ
খ. নবোঢ়া = নব + ঊঢ়া
গ. অন্বেষণ = অনু + এষণ
ঘ. সংলাপ = সম্ + লাপ
ঙ. নাবিক = নৈ + ইক
৩। বানান শুদ্ধ করুন।
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
ঘূর্ণিঝঢ় = ঘূর্ণিঝড়
মূমূর্ষু = মুমূর্ষু
এতদারা = এতদ্বারা
অগ্রহায়ন – অগ্রহায়ণ
৪। বাংলায় অনুবাদ করুন।
ক) He is sixty but does not look it. = তাকে দেখে ষাট বছরের মনেই হয় না।
খ) He picked a quarrel with me for nothing. = সে আমার সাথে বিনা কারণে ঝগড়া বাঁধাল।
গ) The harder you work the better will be the result. = আপনি যত কঠোর পরিশ্রম করবেন ততই ভালো ফল পাবেন।
ঘ) Can you do the work? = তুমি কি কাজটি করতে পারো?
ঙ) The river is full to the brim = নদী কানায় কানায় পরিপূর্ণ।
ইংরেজি অংশ সমাধানঃ
৫। Fill in the blanks with appropriate words:
a. —– “Paradise Lost” is an epic. উত্তরঃ The [প্রসিদ্ধ গ্রন্থের আগে the বসে]
b. He abstained —–smoking. উত্তরঃ from
c. I watched the film ——TV. উত্তরঃ on
d. Cattle —– grazing in the field. উত্তরঃ are
e. The memoranda ——- signed between two countries. উত্তরঃ was
৬। Write the right form of verbs.
a) His father (come) yesterday. উত্তরঃ His father came yesterday
b) One of the boys (have) done it. উত্তরঃ One of the boys has done it.
c) The girls are (play) in the field. উত্তরঃ The girls are playing in the field.
d) He (write) a letter to his father. উত্তরঃ He writes a letter to his father.
e) It (rain) since morning. উত্তরঃ It has been raining since morning.
৭। Translate into English.
ক) ইচ্ছা থাকলে উপায় হয় = Where there is the will there is the way.
খ) করিমেরা পাঁচ ভাই-বোন = Karim has five siblings.
গ) সুর্যাস্তের পর আমরা বাড়ি ফিরলাম = We returned home after the sun had set.
ঘ) সে তিনদিন থেকে অসুস্থ = She has been sick for three days.
ঙ) সে আসা মাত্র আমরা চলে গেলাম = As soon as he came we left.
৮। Make sentences with the following terms:
a. Bag and baggage = তল্পিতল্পাসহ [Marzia left the home bag and baggage.]
b. In the long run = শেষ পর্যন্ত [I’m sure it’s the best solution in the long run.]
c. High and low = সব জায়গায়/ সর্বত্র [I’ve been hunting high and low for that pen.]
d. In the midst of = মাঝখানে/কেন্দ্রে [Could he walk out in the midst of his piece?]
d. Life and soul = আশাবাদী [ There are many life and soul people in our society.
গণিত অংশ সমাধানঃ
৯. সুমন ১২০ টাকা দিয়ে কয়েকটি কলম কিনল। প্রতিটি কলমের মূল্য যদি ২ টাকা কম হতো তবে সে আরো ২টি কলম বেশি কিনতে পারতো। সে কতগুলো কলম কিনেছিল?
উত্তরঃ ১০ টি
১০. একটি কাজ মনির করতে পারে ৬দিনে এবং জহির করতে পারে ১২ দিনে। তারা কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। অবশিষ্ট কাজ জহির ৩ দিনে শেষ করে। মোট কতদিন তারা একত্রে কাজটি করেছিল?
উত্তরঃ ৩ দিনে
১১. 2x+ 2/x = 3 হলে x2 + 1/x2 =?
উত্তরঃ 1/4
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১২। নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক) বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়? উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩ সালে
খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কোন শান্তি পুরষ্কার অর্জন করেন? উত্তরঃ জুলিও কুরি শান্তি পুরস্কার [১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। আর ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক।]
গ) MoDMR কি? উত্তরঃ Ministry of Disaster Management and Relief [দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়]
ঘ) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কত তারিখে পালন করা হয়? উত্তরঃ ১৩ অক্টোবর
ঙ) বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? উত্তরঃ ১৫৩ টি
চ) করোনার টিকা রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশে ব্যবহৃত অ্যাপটির নাম কি? উত্তরঃ সুরক্ষা [Surokkha]
ছ) বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন উপজেলায়? উত্তরঃ শ্রীমঙ্গল উপজেলায়
জ) SDGs-এর পূর্ণরুপ কি? উত্তরঃ Sustainable Development Goals
ঝ) ACL-এর পূর্ণরুপ কি? উত্তরঃ Anterior Cruciate Ligament
ঞ) ইন্টারনেট জগতে ‘পিপিলিকা’ কি? উত্তরঃ বাংলা সার্চ ইঞ্জিন
ট) ‘বরফ গলা নদী’ কার লেখা? উত্তরঃ জহির রায়হান
ঠ) Merchant of Venice কোন ধরনের রচনা? উত্তরঃ Play
ড) রূপপুর প্রকল্প কি? উত্তরঃ রূপপুর প্রকল্প হচ্ছে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে।
ঢ) অলিম্পিক ম্যারাথনে কত দূরুত্ব অতিক্রম করতে হয়? উত্তরঃ ২৬ মাইল [৪০ কিলোমিটার]
ন) Sandai Framework কি সংক্রান্ত? উত্তরঃ দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত। এর মেয়াদ ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত
No comments: