2Captcha

2captcha

Land Reform Board (LRB) Exam Question Solution 2021

 Land Reform Board (LRB) Exam Question Solution 2021 from below: 

পদের নাম: অফিস সহায়ক

পরীক্ষার সময়: ১ ঘণ্টা
 
পূর্ণমান: ৭০


বাংলা অংশের সমাধানঃ 


১. কারক ও বিভক্তি নির্ণয় করুন।  


ক. ‘পৃথিবীতে’ কে কাহার? উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি 

 

খ. তিনি ‘চোখে’ দেখেন না। উত্তরঃ করণ কারকে সপ্তমী বিভক্তি    


গ. ছেলেরা ‘ক্রিকেট’ খেলে। উত্তরঃ করণ কারকে শূন্য বিভক্তি 


ঘ. আমার গানের ‘মালা’ আমি করব কারে দান। উত্তরঃ কর্মে শূন্য


ঙ. জল পড়ে ‘পাতা’ নাড়ে।  উত্তরঃ কর্তায় শূন্য 



২. বানান শুদ্ধ করুন। 


মনঃমুগ্ধকর= মনোমুগ্ধকর


বিপরিত= বিপরীত


স্বান্তনা= সান্ত্বনা


অপরাহ্ন = অপরাহ্ণ


বিসাদ= বিষাদ  


 


৩. সন্ধি বিচ্ছেদ করুন। 


পবিত্র= পো + ইত্র


সংখ্যা= সম্ + খ্যা


মনীষা= মনস + ঈষা


ধাত্রী= ধাতৃ + ঈ


ততােধিক= ততঃ + অধিক


 


৪. ভাব সম্প্রসারণ করুন।


”চরিত্র মানুষের অমূল্য সম্পদ” 



গণিত অংশের সমাধানঃ  


৫. ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে, ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?


উত্তরঃ ৩৩.৩৩% 


৬. ৩০ জন শ্রমিক কোন কাজ ২৪ দিনে করতে পারে। কাজটি শুরুর ১২ দিন পর ১৫ জন শ্রমিক চলে গেলে ৰাকী শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজটি শেষ করতে পারবে?


উত্তরঃ ২৪ দিনে 


৭.  x³+3x + 36 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।


উত্তরঃ (x + 3) (x2 -3x +12) 


৮. যদি x+1/x= 3 হয় তবে x⁴ +1/x⁴ এর মান কত?


উত্তরঃ 47  


 

ইংরেজি অংশের সমাধানঃ  


৯. Fill in the blanks with appropriate articles.  


(a) Bangladesh is _______ land of rivers. Ans: a


(b) He is ____ honorable person. Ans: an


(C) The cow is _____ useful animal. Ans: a


(d) _______ Padma is a big river. Ans: the


(e) Kazi Nazrul islam is _____ great poet. Ans: a


 


১০. Mention the parts of speech of the underlined words of the following sentences. 


(a) Who is ‘she’? Ans: pronoun


b) ‘Shakespeare’ was born in 1564.  Ans: noun


(C) January is the ‘coldest’ month in Bangladesh. Ans: Adjective 


(d) He ‘works’ in a bank. Ans: verb



(e) Rashed ‘and’ Faruk are playing. Ans: conjunction


 


১১. Translate into English. 


(ক) তার বাবার একটি গরু আছে। Ans: His father has a cow. 


(খ) সে প্রতিদিন স্কুলে যায়। Ans: He goes to school every day.


(গ) মাসুদ দুধ খেতে পছন্দ করে। Ans: Masud likes to drink milk.


(ঘ) এখন বৃষ্টি হচ্ছে। Ans: It is raining now. 


(ঙ) বাংলা আমাদের মাতৃভাষা। Ans: Bangla is our Mother tongue. 


 


১২. Write a paragraph on “My favorite game”. 


”My Favorite Game”


 


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  


১৩. সংক্ষিপ্ত উত্তর লিখুন।  


(ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্ম গ্রহণ করেন?


উত্তরঃ ১৭ই মার্চ ১৯২০ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 


(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে অনুষ্ঠিত হয়েছিলো?  উত্তরঃ ১১ টি


(গ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬.১৫ কিলোমিটার


(ঘ) জাতীয় শিশু দিবস কত তারিখে উদ্‌যাপিত হয়? উত্তরঃ ১৭ মার্চ


(ঙ) পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার [২০২২ সালে] 


(চ) ঐতিহাসিক ৭ই মার্চ কি বার ছিল? উত্তরঃ রবিবার

 

(ছ) বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তরঃ তাজিংডং


(জ) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ নিউইয়র্ক


(ঝ) কে বাংলা সনের প্রবর্তন করেন? উত্তরঃ সম্রাট আকবর

1 comment: