2Captcha

2captcha

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

                                                     

 গবেশনা ও উন্নয়ন, কার্যকর প্রযুক্তির ব্যবহার, দক্ষতা অর্জন ও মানসম্মত সেবার মাধ্যমে রাবার ও কাঠ শিল্পকে টেকসই করা এবং বিএফআইডিসিকে একটি প্রতিযোগিতামূলক কর্পোরেট প্রতিষ্ঠানে উন্নীত করা |  

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে ৮৪ জন নিয়োগ

পদ: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক 

পদসংখ্যা: ৩৭টি 

যোগ্যতা: দ্বিতীয় বিভাগে বিএসসি/বি-এজি ডিগ্রি 

বেতনস্কেল: ১১,৩০০/ - ২৭,৩০০/টাকা 

পদ: নিম্ন বিভাগীয় সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পদসংখ্যা: ৩৮টি 

যোগ্যতা: এইচএসসি পাস এবং নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে 

বেতনস্কেল: ৯,৩০০/ - ২২,৪৯০/টাকা 

পদ: নিম্ন বিভাগীয় সহকারী (হিসাব) কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পদসংখ্যা: ৯টি 

যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি এবং নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে 

বেতনস্কেল: ৯,৩০০/ - ২২,৪৯০/টাকা 

আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, বনশিল্প ভবন, ৭৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ 

আবেদনের শেষ তারিখ: ২২ মার্চ ২০১৮
                                                                                  
     Deadline:22-3-2018







No comments: